ইনসাইড বাংলাদেশ

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করবে ভারত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2018


Thumbnail

মিয়ানমারের রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা করবে ভারত। আজ সোমবার প্রথমবারের মতো কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা একথা বলেন।

বেলা ১২টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১২নং ব্লকে পৌঁছে হর্ষবর্ধন শ্রিংলার নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় রোহিঙ্গাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন প্রতিনিধিদলের সদস্যরা।

ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলের রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করার কথা রয়েছে।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭