ওয়ার্ল্ড ইনসাইড

রয়টার্সের ২ সাংবাদিকের মুক্তির দাবিতে মিয়ানমারে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2018


Thumbnail

রয়টার্সের ২ সাংবাদিককে মুক্তির দাবি জানিয়েছে মিয়ানমারের শতাধিক তরুণ ও সাংবাদিক। গত রোববার মিয়ানমাররের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের প্রাণকেন্দ্রে এ দাবি জানায় তাঁরা। দাবিতে দেশটির শতাধিক কলেজ শিক্ষার্থী ও সাংবাদিক রাস্তায় শান্তিপূর্ণ অবস্থান নিয়ে এক গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। খবর রয়টার্সের।

দুই সাংবাদিককে দোষী সাব্যস্ত করে দেওয়া রায়ের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে মিয়ানমারের তরুণ সমাজ। তাঁরা মনে করছে, এ রায়ের ফলে মিয়ানমারের মানবাধিকার হুমকির মুখে পড়বে। রায়ের বিরুদ্ধে নিন্দা জানিয়ে স্লোগান দেয় তাঁরা। বিক্ষোভকারীরা তাদের স্বাক্ষর কর্মসূচিতে স্লোগান দেন, ‘হত্যা কোনো রাষ্ট্রীয় গোপনীয়তা নয়’, ‘সত্য প্রকাশ কোনো অপরাধ নয়’। ২ সাংবাদিক ওয়া লোন ও কিয়াউ সোয়ে উ’র মুক্তি দাবি সম্বলিত বেলুন আকাশে ওড়ান। বিক্ষোভের অন্যতম সংগঠক মাউং সাউং খা এ বিষয়ে একটি পথ নাটক করেন। বিক্ষোভের সংগঠক সাংবাদিক থার লুন জাউং হতেত বলেন, ‘দায়িত্ব পালনের অপরাধে দুই সাংবাদিকের বিরুদ্ধে রায় হলে তা মিয়ানমারে সাংবাদিকতার কণ্ঠরোধ করবে।’

আরেক আন্দোলন কর্মী হতেত খিনে সোয়ে বলেন, ‘বিশ্বে যা ঘটছে তা আমাদের জানতে হবে। এজন্য সাংবাদিকদের প্রয়োজন। সাংবাদিকদের ছাড়া সাধারণ মানুষ বোকা জনতা হয়ে থাকবে।’

প্রায় নয় মাস আগে রোহিঙ্গাদের তথ্য সংগ্রহের জন্য আটক করা হয় রয়টার্সের দুই সাংবাদিকবে। রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হয় তাঁরা। চলতি মাসে এই দুই সাংবাদিকের ৭ বছর কারাদন্ড দেওয়া হয়। এই রায়ের নিন্দা জানিয়েছে মিয়ানমারসহ সারা বিশ্বের সাংবাদিকরা।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭