ইনসাইড বাংলাদেশ

দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষ নির্বাচন সম্ভব: টিআইবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2018


Thumbnail

দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

আজ সোমবার টিআইবি কার্যালয়ে ‘রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুশাসন ও শুদ্ধাচার’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কি না এ বিষয়ে অনেকের মধ্য সংশয় আছে। তার মানে এই নয় যে, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। টিআইবি মনে করে, দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, যদি রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সহায়ক ভূমিকা পালন করে।’   

টিআইবি’র নির্বাহী পরিচালক এসময় আরও বলেন, ‘নির্বাচনে জয়ী হতে না পারলে নির্বাচন অগ্রহণযোগ্য হয় এবং এই প্রবণতা আমাদের মধ্যে আছে। এর জন্যই দলীয় সরকারের অধীনে নির্বাচনের গ্রহণযোগ্যতার সঙ্কট সৃষ্টি হয়েছে। সকল রাজনৈতিক দল এজন্য কমবেশি দায়ী। সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেহেতু বাতিল হয়েছে, তাই সাংবিধানিকভাবে যেভাবে বৈধ, সেভাবেই আমাদের নির্বাচন করতে হবে।’  


বাংলা ইনসাইডার/আরকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭