ইনসাইড বাংলাদেশ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2018


Thumbnail

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আগামীকাল মঙ্গলবার। আজ সোমবার পুরান ঢাকায় ১ নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিনের আদালতে রাষ্ট্রপক্ষের আইনগত যুক্তি উপস্থাপন শেষে আদালত প্রাঙ্গনে এমন আলোচনা ছড়িয়ে পড়ে।

আজ রাষ্ট্রপক্ষে সৈয়দ রেজাউর রহমান ও আবু আব্দুল্লাহ ভূঁইয়া ল পয়েন্টে যুক্তি উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপনের সময় আদালতের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সর্বোচ্চ শাস্তির জন্য আবেদন করেছেন।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনমাবেশে তৎকালীন বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে গেলেও নারীনেত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী নিহত হন।


বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭