ইনসাইড সাইন্স

উবারের ইন্টারসিটি সার্ভিস এবার নারায়ণগঞ্জে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2018


Thumbnail

রাজধানীতে পরিবহন সেবা উবার বেশ জনপ্রিয়তা পাওয়ার পর ঢাকার বাইরে সাভার এবং গাজীপুরেও সেই সেবা বর্ধিত হয়েছে। এবার ইন্টারসিটি সার্ভিস হিসেবে নারায়ণগঞ্জেও পৌঁছে গেলো উবার। অর্থাৎ, এখন থেকে উবারে ঢাকা থেকে নারায়ণগঞ্জেও যাত্রীসেবা পাওয়া যাবে।

উবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ইন্টারসিটি হিসেবে নারায়ণগঞ্জের কথা উল্লেখ করেছে। তারা জানা‘য়, এখন ইন্টারসিটি রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রীরা ১০ ঘণ্টা পর্যন্ত এই সার্ভিস নিতে পারবেন।

জেনে নিন কীভাবে কাজ করে উবার ইন্টারসিটি:

১. উবার অ্যাপ খুলে আপনার পছন্দমতো গন্তব্যস্থল (সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, ভাওয়াল ইত্যাদি) ঠিক করুন।

২. এবার সেই অ্যাপে উবার ইন্টারসিটি অপশনটি দেখা যাবে।

৩.  এরপর বুকিং কনফার্ম করলেই উবারের গাড়ি চলে আসবে।

৪. অ্যাপ আপনাকে যাত্রার সম্ভাব্য ভাড়া জানাবে। মূল ভাড়া নির্ধারিত হবে ট্রিপের ভ্রমণ দূরত্ব ও সময় অনুযায়ী।

৫. ওয়ান ওয়ে ট্রিপের ক্ষেত্রে যদি ট্রিপটি ঢাকার সার্ভিস এলাকার বাইরে শেষ হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফিরতি ভাড়া যোগ হয়ে যাবে। ফিরতি ভাড়া সাভার, গাজীপুর বা নারায়ণগঞ্জে ভ্রমণকৃত দূরত্ব অনুযায়ী নির্ধারণ করা হবে।

৬. রাউন্ড ট্রিপের ক্ষেত্রে পুরো ট্রিপের দূরত্ব এবং অতিবাহিত সময় অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে।

ইন্টারসিটি সার্ভিসের ভাড়া কতো হবে

উবার ইন্টারসিটি সার্ভিসে সর্বনিম্ন ভাড়া ৪৯৯ টাকা। প্রতি মিনিট চার্জ ৩ টাকা, প্রতি কিলোমিটার চার্জ ২২ টাকা এবং ক্যানসেলেসন ফি ৫০ টাকা।


বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭