ইনসাইড বাংলাদেশ

ফটোগ্রাফার শহিদুল আলমের ডিভিশন বহাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2018


Thumbnail

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলায় ফটোগ্রাফার ড. শহিদুল আলমকে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়া বিষয়ে হাইকোর্টের আদেশ বিষয়ে নট টু ডে (আজ আদেশ নয়) আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে শহিদুল আলমকে ডিভিশন দেওয়া হাইকোর্টের আদেশ আপাতত বহাল থাকছে।  

শহিদুল আলমকে কারাবিধি অনুযায়ী ডিভিশন প্রদানের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের শুনানি বিষয়ে আজ সোমবার চেম্বার বিচারপতি ইমান আলী এ আদেশ দেন।

আদালতে শুনানিতে শহিদুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপ্রক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনালের মাহবুবে আলম।

গত ২৭ আগস্ট কারাগারে থাকা শহিদুল আলমকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দেন আদালত।

গত ৫ আগস্ট রাতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে গুজব ছড়ানোর অভিযোগে শহিদুল আলমকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচারের দায়ে শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়।


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭