কালার ইনসাইড

মালায়ালাম তারকা ক্যাপ্টেন রাজু মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2018


Thumbnail

জনপ্রিয় মালায়ালাম অভিনেতা ক্যাপ্টেন রাজু মারা গেছেন। আজ সোমবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে মৃত্যু হয় ক্যাপ্টেন রাজুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানে স্ট্রোক করেন রাজু। সে সময় যাত্রাপথে ওমানের রাজধানী মাসকটে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর পরিবারের সহায়তায় মাসকট থেকে তাঁকে নিজ শহর কোচিতে নেওয়া হয়। তখন অনেকটাই সেরে উঠেছিলেন তিনি।

একসময় ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন ক্যাপ্টেন রাজু। এরপর চাকরি ছেড়ে অভিনয়ে প্রবেশ করলে তাঁর নামের পাশে ‘ক্যাপ্টেন’ তকমা জুড়ে যায়। মালায়লাম চলচ্চিত্রে রাজুর অভিনীত প্রথম ছবি ‘রক্তম’ মুক্তি পায় ১৯৮১ সালে। তাঁর ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত ছবি ‘নাদদিকাতো’। শুধু মালায়ালাম ছবি নয়, তামিল, তেলেগু, হিন্দি, কানাড়া এবং ইংরেজি মিলিয়ে তিনি প্রায় ৫০০ ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি বেশকিছু টেলিভিশন ধারাবাহিকেও কাজ করেছেন। 

ক্যপ্টেন রাজুকে ছবিতে বেশিরভাগ ভিলেন চরিত্রে দেখা যেত। সর্বশেষ তাঁকে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ছবি ‘মাস্টারপিস’ এ অভিনয় করতে দেখা যায়।  

 

সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলা ইনসাইডার/ এইচপি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭