ওয়ার্ল্ড ইনসাইড

টাইম ম্যাগাজিনের মালিকানা হাতবদল হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2018


Thumbnail

মালিকানা বদলের আট মাসের মাথায় আবারও হাত বদল হলো যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ’টাইম’ এর। টেক বিলিনিয়র মার্ক বেনিঅফ ও তাঁর স্ত্রী লিন খুব শিগগিরই এই সাপ্তাহিকের নতুন মালিক হচ্ছেন। এর আগে মার্কিন মিডিয়া কোম্পানি মেরেডিথ করপোরেশনের মালিকানাধীন ছিল টাইমস ম্যাগাজিন। খবর বিবিসির।

বিবিসি জানায়, ১৯ কোটি ডলারের বিনিময়ে ’টাইম’ এর মালিকানা কিনে নিয়েছেন বেনিঅফ দম্পতি। সরকারি অনুমোদন পেলে আগামী এক মাসের মধ্যে টাইম ম্যাগাজিনের মালিকানা হাতবদলের প্রক্রিয়া শেষ হবে।  

মেরেডিথ করপোরেশন জানিয়েছে, বেনিঅফ টাইম ম্যাগাজিনের দৈনন্দিন কর্মকাণ্ড বা সাংবাদিকতা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবেন না। বেনিঅফ দম্পতি টাইমের মালিকানা কিনছেন ব্যক্তিগত ভাবে। এর সঙ্গে সেলসফোর্সের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে মেরেডিথ।

মার্কিন ক্লাউড কম্পিউটিং কোম্পানি সেলসফোর্স ডটকম এর চেয়ারম্যান মার্ক বেনিঅফ বলেন, ’টাইম ম্যাগাজিন একটি আইকন। এই আইকনের প্রতি তাঁর এবং তাঁর স্ত্রীর শ্রদ্ধা রয়েছে।’

বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় সাম্প্রতিক সময়ে প্রচার সংখ্যা কমিয়ে আনতে বাধ্য হয়েছে টাইম। চলতি বছরের শুরুতে টাইম, পিপল, ফরচুন ও স্পোর্টস ইলাস্ট্রেটেডের মত বিশ্বখ্যাত ম্যাগাজিনের প্রকাশক টাইম ইনকরপোরেটেডকে ২.৮৪ বিলিয়ন ডলারে কিনে নেয় মেরেডিথ করপোরেশন। আট মাসের মাথায় আবারও মালিকানা বদল করল ’টাইম’।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭