ইনসাইড বাংলাদেশ

‘ওয়ার্ল্ড স্কিলস বাংলাদেশে’র লোগো উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ওয়ার্ল্ড স্কিলস বাংলাদেশ’ এর লোগো উন্মোচন করেছেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মজিবুল হক এ সময় লোগো সংবলিত ক্রেস্টটি প্রধানমন্ত্রীকে উপহার প্রদান করেন।   

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ লোগোর উন্মোচন করেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বর্তমান সময়ে স্কিলস (দক্ষতা) বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় গঠিত হচ্ছে ন্যাশনাল স্কিলস ডেভোলাপমেন্ট অথারিটি (জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ)।     

উল্লেখ্য, ২০১৯ সালের আগস্টে রাশিয়ার কাজানে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশনে অংশগ্রহণ করবে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশেগুলোর নিজস্ব লোগো আছে। একারণেই এর আগে বাংলাদেশকে ব্র্যান্ডিংয়ের জন্য ওয়ার্ল্ড স্কিলস বাংলাদেশের লোগোটি অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭