ইনসাইড ট্রেড

ফ্যাকাশে ছবি সুন্দর করবে ‘পিকনিক’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2018


Thumbnail

এখনকার দিনে যেকোনো সময়ে ছবি তোলা রীতিমত একটি অভ্যাসে পরিণত হয়েছে অনেকের। কোথাও ঘুরতে যাওয়া হোক বা যেকোনো কারণে-অকারণে হোক, হাতে একটা স্মার্টফোন থাকলে নিমিষে ছবি তুলে সেই সময়টাকে ধরে রাখাই যায়। সেই ক্ষেত্রে ভারি ডিএসএলআর বা ডিজিটাল ক্যামেরার ঝামেলা পোহাতে হয় না যদি একটা ভালোমানের স্মার্টফোন হাতে থাকে। তবে স্মার্টফোনের ক্যামেরা তেমন শক্তিশালী না হলে কম আলোতে ছবি মনের মতো নাও হতে পারে। ছবি ফ্যাকাসে হয়ে যেতে পারে।

এই ফ্যাকাসে ছবির সমস্যা সমাধানে চলে এসেছে ‘পিকনিক’ নামে একটি অ্যাপ। অ্যাপটি চটজলদি আপনার ছবিকে সুন্দর, স্পষ্ট, চকচকে করে দিতে পারে।

কী আছে পিকনিক অ্যাপে

১. অ্যাপটিতে রয়েছে চমৎকার কিছু ফিল্টার। যা ছবির রঙ অনুযায়ী কাজ করবে। ছবির মূল অবজেক্ট বা বিষয় ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডের রঙ পরিবর্তন করে ছবি আরও সুন্দর করে তুলতে পারে এই অ্যাপ।

২. অ্যাপটি দিয়ে ছবি সম্পাদন করে তা ফোনের ইন্টারনাল মেমোরিতে সংরক্ষণ করা যাবে।

৩. চাইলে অ্যাপটির মাধ্যমে ছবি তোলা যাবে। ছবি তোলার সময় লাইট কমানো ও বাড়ানো যাবে।

৪. চাইলে ছবিটি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে।

৫. অ্যাপটির ইউজার ইন্টারফেস বেশ সুন্দর। এখানে ব্যবহারকারীরা সহজেই কয়েক ক্লিক ছবি এডিট করতে পারবেন।

মাত্র ৭০ মেগাবাইট সাইজের অ্যাপটি ১ লাখের বেশি বার ডাউনলোড করা হয়েছে এবং প্লেস্টোরে অ্যাপটির রেটিং ৪.৫। তাই কোথাও ঘুরতে গিয়ে যদি এলোমেলো ছবির পরিবর্তে যদি স্পষ্ট ছবি পেতে চান, প্লেস্টোর থেকে অ্যাপটি এই ঠিকানা থেকে নামিয়ে নিন-

https://play.google.com/store/apps/details?id=com.estsoft.picnic

 

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭