ওয়ার্ল্ড ইনসাইড

নেতার পা ধোয়া পানি খেলেন বিজেপি কর্মী এবং অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2018


Thumbnail

ভারতের ঝাড়খান্ড রাজ্যে এক বিজেপি নেতার পা ধোয়ার পর ওই ময়লা পানি পান করেছেন বিজেপির এক কর্মী। স্থানীয় সময় গত রোববার ঝাড়খন্ডের গোড্ডায় বিজেপির এক প্রচারণা সমাবেশে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। এতে  ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ঝাড়খান্ডের বিজেপি দলীয় আইনপ্রণেতা নিশিকান্ত দুবে।

অন্যান্য খবর

২৮ লাখ বাঙালিকে নাগরিকত্ব দিচ্ছে পাকিস্তান

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পাকিস্তানের ২৮ লাখ বাঙালি পাচ্ছে পাক নাগরিকত্ব। গত রোববার করাচির গভর্নর হাউজে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটিতে জন্ম নেওয়া বাঙালি ও আফগান শরণার্থী ও অভিবাসী শ্রমিকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেন তিনি। দেশের উন্নয়নে সমাজের সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যেই নব গঠিত সরকারে এই উদ্যোগ।

টাইম ম্যাগাজিনের মালিকানা হাতবদল হচ্ছে

মালিকানা বদলের আট মাসের মাথায় আবারও হাত বদল হলো যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ’টাইম’ এর। টেক বিলিনিয়র মার্ক বেনিঅফ ও তাঁর স্ত্রী লিন খুব শিগগিরই এই সাপ্তাহিকের নতুন মালিক হচ্ছেন। এর আগে মার্কিন মিডিয়া কোম্পানি মেরেডিথ করপোরেশনের মালিকানাধীন ছিল টাইমস ম্যাগাজিন। বিবিসি জানায়, ১৯ কোটি ডলারের বিনিময়ে ’টাইম’ এর মালিকানা কিনে নিয়েছেন বেনিঅফ দম্পতি। সরকারি অনুমোদন পেলে আগামী এক মাসের মধ্যে টাইম ম্যাগাজিনের মালিকানা হাতবদলের প্রক্রিয়া শেষ হবে। 

অস্ট্রেলিয়ায় স্ট্রবেরিতে সূচ নিয়ে উদ্বেগ বাড়ছে, তদন্তের নির্দেশ

অস্ট্রেলিয়ায় স্ট্রবেরিতে একের পর এক সূচ পাওয়ার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। জড়িতদের শাস্তির আওতায় আনতে কেন্দ্রীয় তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। অস্ট্রেলিয়ায় এখন সব মিলিয়ে মোট ছয়টি প্রদেশ এবং অঞ্চলে বিক্রি হওয়া স্ট্রবেরির ভেতর সূচ পাওয়ার খবর আসার পর ঘটনাটিকে ‘নিষ্ঠুর অপরাধ’ আখ্যা দিয়েছেন এক মন্ত্রী। বৃহস্পতিবার কুইন্সল্যান্ড স্ট্রবেরি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, খুব সম্ভবত কোনো ‘অসন্তুষ্ট কর্মী’ এ কাজ করেছেন। তবে এ বিষয়ে কিছু বলার সময় এখনো হয়নি বলে মনে করছে পুলিশ।

টাইফুনে ফিলিপাইনে আড়াই লাখ টন ধান নষ্ট

টাইফুন মাংখুটের তাণ্ডবে আড়াই লাখ টন ধান ও ১২০০ টন ভুট্টা নষ্ট হয়েছে বলে জানিয়েছে ফিলিপাইন। স্থানীয় সময় গত সোমবার দেশটির কৃষি বিভাগ প্রাথমিক হিসাবের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে তাণ্ডব চালানো শক্তিশালী টাইফুনটির কারণে জমিতে থাকা মোট দুই লাখ ৫০ হাজার ৭৩০ টন ধান নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এক হাজার ২০৪ টন ভুট্টাও নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মাংখুটে মোট প্রায় নয় কোটি ২০ লাখ ডলার মূল্যের ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছে তারা। 

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭