ইনসাইড পলিটিক্স

বিএনপি এবার ইউরোপমুখী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2018


Thumbnail

ভারত ও যুক্তরাষ্ট্রে ব্যর্থ হয়ে এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মুখী হচ্ছে বিএনপি। আগামী কয়েকদিনের মধ্যেই বিএনপির একটি প্রতিনিধি দল ইউরোপ যেতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সদর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে যাবে বিএনপির ওই প্রতিনিধিদল। আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ নিজেদের সব দাবিদাওয়া সরাসরি ইইউ এর কাছে তুলে ধরাই হবে বিএনপির এই মিশনের লক্ষ্য। 

একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির ইইউ মিশনের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. মঈন খানও তাঁর সঙ্গী হবেন। এছাড়া আরও কয়েকজন বিএনপির ইইউ যাত্রার সারথী হতে পারেন, তবে এখনো নিশ্চিত হয়নি কারা কারা যাবেন।

এরই মধ্যে বিএনপির ইইউ মিশন কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পোশাক খাতের বিশেষ সুবিধা ছাড়া ইউরোপীয় ইউনিয়নে তেমন নির্ভরতা নেই বাংলাদেশের। ওই সুবিধা ছাড়াই সেখানকার বাজারে বাংলাদেশের পোশাকের যথেষ্ট চাহিদা আছে। তাই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ দেওয়ার মতো অবস্থান ইইউয়ের নেই বলে মত বিশ্লেষকদের। তাই বিএনপির পূর্বের ব্যর্থ বিদেশ মিশনের মতোই ভাগ্য হতে পারে ইইউ মিশনের-এমন আশঙ্কা বিশ্লেষকরদের।

উল্লেখ্য, ২০০৮ এবং এর আগের নির্বাচনগুলোর প্রায় প্রতিটিতেই নির্বাচন পর্যবেক্ষক দল পাঠিয়েছে ইইউ। তবে নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো আপত্তি কখনোই তোলেনি তারা।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭