ইনসাইড বাংলাদেশ

শান্তিনিকেতনে বাংলাদেশ মিউজিয়াম খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2018


Thumbnail

পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রাঙ্গনে বাংলাদেশ ভবন আজ থেকে উম্মুক্ত হচ্ছে সর্বসাধারণের জন্য। চার মাস আগে উদ্বোধন হওয়া এই মিউজিয়াম প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে।   

গত রোববার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছিলেন বাংলাদেশ ভবনের চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়।

বিশ্বভারতী সূত্রে জানা যায়, অক্টোবর মাস পর্যন্ত মিউজিয়ামে কোনো প্রবেশমূল্য দিতে হবে না। নভেম্বর থেকে প্রবেশ মূল্য নেওয়া হবে ২০ রুপি।

বাংলাদেশ ভবনে আছে একটি আধুনিক অডিটোরিয়াম, একটি মিউজিয়াম, একটি লাইব্রেরি। মিউজিয়ামে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং রবীন্দ্রনাথের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নানা তথ্যও আছে। বাংলাদেশ ভবনে প্রবেশ করলে এক টুকরো বাংলাদেশের দেখা যাবে।

গত ২৫ মে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন। এসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও উপস্থিত ছিলেন।


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭