ইনসাইড বাংলাদেশ

শহিদুল আলমের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2018


Thumbnail

আলোকচিত্রী ডশহিদুল আলমের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় হাইকোর্টে শহিদুল আলমের জামিন আবেদন করা হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন শহিদুল আলমের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আগামীকাল বুধবার জামিন আবেদনের শুনানি হতে পারে বলে জানান তিনি। এর আগে গত ২৮ আগস্ট নিম্ন আদালতে শহিদুল আলমের জামিন আবেদন করা হয়। পরে, ১১ সেপ্টেম্বর তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে আদালত।

উল্লেখ্য,গত ৫ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে গুজব ছড়ানোর অভিযোগে শহিদুল আলমকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচারের দায়ে শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করা হয়।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭