কালার ইনসাইড

প্রযোজকের উপর ক্ষেপেছেন শাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2018


Thumbnail

মহরতের পর গত ১১ সেপ্টেম্বর শুটিং হওয়ার কথা ছিল ‘শাহেনশাহ’ সিনেমার। শাকিব খানের ডেটও দেয়া ছিল। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও তা শুরু হয়নি। বিষয়টি নিয়ে শাকিব ক্ষেপেছেন। কারণ এতে শিডিউল বিপর্যয় হতে পারে বলে শঙ্কা তাঁর। ছবির প্রযোজক সেলিম খান জানিয়েছেন, চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় শুটিং শুরু হবে। আগামী ২৫ তারিখ থেকে শুরু হওয়ার চেষ্টা হবে।

সেলিম জানান,‘আমাদের কক্সবাজারে টানা শুটিং করার কথা ছিল কিন্তু আমরা শুরুতে ঢাকায় শুটিং করছি। তারপর কক্সবাজারে যাব। আশা করি টানা শুটিং করে কাজটি শেষ করতে পারব। খুব বেশি সমস্যা হবে না।’

তবে শাকিব বলেন,‘ আমাদের দেশের প্রযোজকদের আরো সিনসিয়ার হওয়া উচিত। এখানে তো একটা সময়ে নিয়ম হয়ে গিয়েছিল, সিনেমা বানিয়ে মুক্তি দেয়া হত না। আমি তো শুধু এই সিনেমাটির জন্যই শিডিউল দেয়া নয়। এই যে দেরী হলো। এখন কতকিছু হতে পারে। আমি অন্য ছবির জন্য ব্যস্ত হয়ে পড়তে পারি। পরে যদি শিডিউল না দেই। তখন তো আমার কথা শুনতে হবে। অতীতে যা হয়েছে। আর নির্ধারিত সময়ের মধ্যে করলে ঠিকমতো সময় নিয়ে কাজটাও করা সম্ভব হবে না। সব মিলিয়ে সিনেমাটির শুরুতেই যা হচ্ছে তা ভালো হলো না। আর একটি সিনেমায় তো শুধু আমি একাই নয়। অন্যদেরও তো শিডিউল দেয়া।’

তারপরও শাকিব দেশের ছবির জন্য ছাড় দিতে প্রস্তুত। তিনি বলেন,‘ আমার পারিশ্রমিক থেকে শুরু সবকিছুতেই দেশের ছবির জন্য ছাড় দেই। এই ছবির শুটিং পেছানোর পরও অন্য ছবিতে আমি সময় দিচ্ছি না। কারণ একবার অন্য কোনো ছবির শুটিং শুরু করলে সেটা শেষ না করে এই ছবিতে ফিরতে পারব না। এটা সত্যি কথা, কলকাতায় ৩০ দিন শিডিউল নিলে তারা ২৮ দিনের মধ্যে শুটিং শেষ করেন। আর আমাদের এখানে ৩০ দিনের শিডিউল নিলে ৪০ দিনেও শুটিং শেষ করতে পারেন না। এখানের প্রযোজকরা আসলে শুধু টাকা দেয়া ছাড়া অন্যকিছু তেমন বোঝে না। ফলশ্রুতিতে একটা ছবির ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা বেশি হয়। তাছাড়া যত দেরি করে সিনেমা মুক্তি দিবে। তত লস হবে। কিন্তু আমি অভিনেতা হয়ে আর কত বলবো!’

‘শাহেন শাহ’ ছবির মহরতের আগেই দুটো গান ব্যাংককে শ্যুট করা আছে। গানের শুটিংয়ে অংশ নেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। এ ছবিতে আরো দেখা যাবে নবাগত নায়িকা রোদেলা জান্নাতকেও। ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি, এটি প্রযোজনা করছে সেলিম খানের শাপলা মিডিয়া।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭