ইনসাইড গ্রাউন্ড

তামিমের হাতের অবস্থা এখন কেমন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2018


Thumbnail

শ্রীলঙ্কার বিপক্ষে হাতে চোট পেয়ে ইতিমধ্যে তামিমের এশিয়া কাপ শেষ। চোট পাওয়ার পর প্রাথমিক অবস্থায় জানা গিয়েছিল তামিমের ঠিক হতে ২-৩ মাস লেগে যাবে। পরবর্তীতে সব পরীক্ষা শেষে জানা যায় তামিমের ফিরতে ৪-৬ সপ্তাহ লাগবে।

হাতের অবস্থা জানতে চাওয়া হলে তামিম জানান, ‘প্রথম দুই সপ্তাহ বেশ ক্রিটিকাল। ডাক্তার জানিয়েছে, এই মুহূর্তে অপারেশনের দরকার নেই। তবে এক সপ্তাহ পর আবার স্ক্যান করতে হবে। দেখতে হবে ঠিকভাবে জোড়া লাগছে কিনা। সঠিকভাবে জোড়া না লাগলে অস্ত্রপাচার করতে হবে’।

তামিমের অস্ত্রপাচারের সবকিছুই নির্ভর করছে তামিম কিভাবে সুস্থ হচ্ছে সেটার ওপর। তামিমের হাড় যদি বাঁকাভাবে জোড়া লাগে সে ক্ষেত্রে অপারেশন করতে হবে। অস্ত্রপাচার করা হলে তামিমের মাঠে ফিরতে দুই তিন মাস লেগে যেতে পারে। সেক্ষেত্রে এই বছর তাঁর মাঠে নামার সম্ভাবনা কম।

বাংলা ইনসাইডার/এসএকে   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭