ইনসাইড গ্রাউন্ড

‘সাকিব ফিরছেন’ গুজবের কড়া জবাব শিশিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2018


Thumbnail

গতকাল হুট করেই খবর ছড়িয়ে পড়ে, অসুস্থ মেয়েকে নিয়ে দেশে ফিরছেন সাকিব আল হাসান! একটি অনলাইন সংবাদমাধ্যম সাকিবের এজেন্ট ‘এন নাইন’ এর বরাত দিয়ে দাবি করে, দুবাইয়ের প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে সাকিব-কন্যা আলাইনা হাসান অউব্রি। তাই স্ত্রী-কন্যাকে রেখে যেতে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফেরত আসছেস সাকিব। এমনকি আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচও খেলা হচ্ছে না তাঁর।

কিন্তু এই খবরটি যে পুরোপুরি ভিত্তিহীন ছিল সেটি নিশ্চিত করা হয়েছে সাকিবের পক্ষ থেকেই। সাকিবের এজেন্ট এন নাইন জানিয়েছে, বর্তমানে সাকিবের মেয়ে সুস্থ আছে এবং তিনি দলের সঙ্গেই থাকছেন। আর যারা এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথাও বলা হয়েছে। একই সঙ্গে ভিত্তিহীন এই খবরে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বলছে, `যেসব সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করে তাদের দায়িত্বজ্ঞানের অভাব রয়েছে।`

এদিকে সাকিব অবশ্য বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। কিন্তু সাকিব-পত্নী উম্মে আহমেদ শিশির গুজবের জবাব দিয়েছেন কড়া ভাষায়। আজ ১৮ সেপ্টেম্বর, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে গুজব ছড়ানো এই সংবাদমাধ্যমকে ধুয়ে দিয়েছেন শিশির।

দুপুরে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাসে শিশির লিখেন, ‘তাদের সেরাটা দেখাল হলুদ সাংবাদিকতা। তারা একটা গল্প বানিয়ে ফেলল কোনো কিছু না জেনেই। প্রচুর ভিউ (পাঠক) পাওয়ার আশায় সেটাকে বাজারে ছড়িয়ে দিলো। আর সেটা সাকিব আল হাসানের নামে! আমাদের মেয়ে এশিয়া কাপের আগে থেকেই অসুস্থ ছিল এবং সে ঢাকায় ফিরছে না। এটা তার মাথাতেও নেই।’

বাংলা ইনসাইডার/ডিআর/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭