ইনসাইড গ্রাউন্ড

বড় সংগ্রহের পথে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2018


Thumbnail

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ভারতের দুই ওপেনার শুরুটা দারুণ করেন। শিখর ধাওয়ান ও আম্বাতি রাইডুর রানের ওপর ভর করে ভারত বড় সংগ্রহের পথে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৩১ ওভার শেষে ভারতের সংগ্রহ ১৬৬ রান ২ উইকেটের বিনিময়ে। ধাওয়ান ৮০ রান করে অপরাজিত রয়েছেন। এছাড়া ক্রিজের ওপর প্রান্তে ২ রান নিয়ে আছেন দীনেশ কার্তিক।  

এদিকে, ভারতের শুরুটা দারুণ এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। প্রথম উইকেট জুটিতে ভারত ৪৫ রান সংগ্রহ করে। দলীয় ৪৫ রানে অধিনায়ক রোহিত শর্মা ব্যক্তিগত ২৩ রান করে এহসান খানের বলে আউট হয়ে প্যাভিলিয়ন ফেরত যান।

দ্বিতীয় উইকেট জুটিতে ১১৬ রানের পার্টনারশিপ গড়েন ধাওয়ান ও আম্বাতি রাইডু। রাইডু ৬০ রান করে এহসান নাওয়াজের বলে আউট হয়ে যান।   

বাংলা ইনসাইডার/এসএকে

  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭