ইনসাইড গ্রাউন্ড

ধাওয়ানের সেঞ্চুরিতে ভারতের বড় সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2018


Thumbnail

শিখর ধাওয়ানের শতরানের ওপর ভর করে হংকংকে ২৮৬ রানের লক্ষ্য দিয়েছে ভারত। ধাওয়ান ১২০ বলে ১২৭ রান ও আম্বাতি রাইডু ৬০ রান করেন।

ভারতের শুরুটা দারুণ এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। প্রথম উইকেট জুটিতে ভারত ৪৫ রান সংগ্রহ করে। দলীয় ৪৫ রানে অধিনায়ক রোহিত শর্মা ব্যক্তিগত ২৩ রান করে এহসান খানের বলে আউট হয়ে প্যাভিলিয়ন ফেরত যান।

দ্বিতীয় উইকেট জুটিতে ১১৬ রানের পার্টনারশিপ গড়েন ধাওয়ান ও আম্বাতি রাইডু। রাইডু ৬০ রান করে এহসান নাওয়াজের বলে আউট হয়ে যান। রাইডু আউট হয়ে গেলেও সেঞ্চুরি করেই ফেরেন ধাওয়ান। ১২৭ রানের ইনিংসে ধাওয়ান চার মারেন ১৫টি ও ছয় মারেন দুইটি।

ভারতের ৩৬ ওভারে ১৯৮ রান ছিল। তখন মনে হচ্ছিল ভারত বড় সংগ্রহের পথেই হাঁটছে। কিন্তু থাওয়ান আউট হয়ে গেলে হংকং ঘুরে দাঁড়ায়। দলীয় ২৪২ রানে সাবেক অধিনায়ক এমএস ধোনিকে কোনো রান যোগ করার আগেই ফেরত পাঠায়। ৬ রান যোগ করতে না করতেই দীনেশ কার্তিকও আউট হয়ে যান। কার্তিক ৩৮ বলে ৩৩ রান করেন। শেষের দিকে কাদের কেদার যাদভের ২৫ রানের কল্যাণে ভারত ২৮৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়।  

বাংলা ইনসাইডার/এসএকে   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭