ইনসাইড গ্রাউন্ড

মেসির হ্যাট্রিকে শুভ সূচনা বার্সার, জয় পেয়েছে ইন্টার মিলান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2018


Thumbnail

চ্যাম্পিয়নস লিগের আজকের খেলায় বার্সেলোনা ৪-০ গোলে পিএসভি আইন্দহোভেনকে হারিয়েছে। মেসি চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই হ্যাট্রিক পেয়েছেন। 
 
খেলার শুরু থেকেই নিজেদের মধ্যে বল পজেশন রেখে খেলতে থাকে মেসিরা। ম্যাচের ৩১ মিনিটের মাথায় বার্সেলোনা এগিয়ে যায়। পিএসভির করা এক ফাউল থেকে ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পায় বার্সেলোনা। সেখান থেকেই দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বসেরা তারকা লিওনেল মেসি। গোল হজমের পর পিএসভি গোল পরিশোধে চেষ্টা করলেও বার্সেলোনার দুর্দান্ত ডিফেন্স ভেদ করে গোল পরিশোধে ব্যর্থ হয় তাঁরা। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। 
 
দ্বিতীয়ার্ধে খেলার চিত্র বদলে যেতে পারে। পিএসভি দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক খেলতে থাকে। তবে আক্রমণভাগের ব্যর্থতায় গোল পরিশোধে ব্যর্থ হয়। খেলার ৭৪ মিনিটের সময় উসমান ডাম্বেলের এক প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। তাঁর ঠিক তিন মিনিটের মাথায় মেসি আবারো গোল করেন। 
 
খেলার ৭৯ মিনিটে পিএসভির দুর্দান্ত একটি আক্রমন প্রতিহত করতে যেয়ে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যায় বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার উমতিতি। ১০ দলে পরিণত হওয়া বার্সেলোনা কিছুটা চাপে পড়ে। চাপে পড়লেও ঠিকই চতুর্থ গোল আদায় করে নেয় বার্সেলোনা। খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে পিএসভির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেসি। চলতি মৌসুমে মেসির এটি প্রথম হ্যাট্রিক। 
 
চ্যাম্পিয়নস লিগের অপর খেলায় ২-১ গোলে টোটেনহ্যামের বিপক্ষে জয় পেয়েছে ইন্টার মিলান। খেলার ৫৩ মিনিটের মাথায় ক্রিস্টিয়ান এরিকসনের গোলে এগিয়ে যায় টোটেনহ্যাম। খেলার ৮৫ মিনিটের মাথায় ইকার্দির গোলে সমতায় ফেরে ইন্টার। ম্যাচের যোগ করা সময়ে মাতিয়াস ভিচিনোর নাটকীয় গোলে জয় পায় ইন্টার।   
 
বাংলা ইনসাইডার/এসএকে 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭