ইনসাইড পলিটিক্স

নির্বাচন করছেন না সৈয়দ আশরাফ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2018


Thumbnail

গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে জাতীয় সংসদে ৯০ দিনের ছুটি নেওয়া হয়েছে। গত তিনমাস ধরেই সৈয়দ আশরাফ ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন। সৈয়দ আশরাফের পারিবারিক সূত্র জানিয়েছে, ক্যানসারসহ কয়েকটি কয়েকটি জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। সৈয়দ আশরাফের রাজনৈতিক অধ্যায়ের সম্ভবত সমাপ্তি ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডিমেনসিয়া রোগের কারণে তিনি এখন লোকজনকে ঠিকমতো চিনতে পারছেন না। চিকিৎসকরা জানিয়েছেন, এই চিকিৎসা দীর্ঘ সময় সাপেক্ষ। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফ নির্বাচন নাও করতে পারেন। তাঁর বদলে তাঁর ভাইকে নির্বাচনে দেওয়ার কথা শোনা যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আশরাফ যতই অসুস্থ থাকুক না কেন, তাঁকে প্রার্থী করার পক্ষপাতী। সৈয়দ আশরাফের প্রতি সম্মান জানাতেই তাঁকে প্রার্থী করাতে চায় আওয়ামী লীগের হাইকমান্ড। কিন্তু সৈয়দ আশরাফ যদি এলাকায় যেতে না পারেন কিংবা প্রচারণায় অনুপস্থিত থাকেন তাহলে কি হবে? সৈয়দ আশরাফের সঙ্গে ব্যাংককে রয়েছেন এমন একজন জানিয়েছেন যে, তিনি তো মনোনয়নপত্রে সাক্ষরও করতে পারবেন না। তাহলে কি শেষ হয়ে গেল সৈয়দ আশরাফুল ইসলামের বর্ণাঢ্য, গর্বিত রাজনৈতিক অধ্যায়?    

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭