ইনসাইড গ্রাউন্ড

এক নজরে খেলাধুলা: ১৯ সেপ্টেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2018


Thumbnail

প্রতিদিনের খেলাধুলার সকল খবর নিয়ে বাংলা ইনসাইডার এর বিশেষ আয়োজন এক নজরে খেলাধুলা…

মঙ্গলবারের খেলাধুলার টুকরো খবর

ক্রিকেট
ইউনিমনি এশিয়া কাপ ২০১৮

ভারত-হংকং
লক্ষ্যটা মোটামুটি বড়ই ছিল, ২৮৬ রানের। তবে এমন লক্ষ্য সামনে রেখে দারুণ খেলেছে হংকং। শক্তিশালী ভারতের বিপক্ষে মাত্র ২৬ রানে হেরেছে তারা। ভারতের করা ২৮৬ রানের জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৫৯ রান করে হংকং। বলতে গেলে স্রেফ অভিজ্ঞতা নেই বলে ম্যাচ হেরে গেছে হংকং। অভিজ্ঞ কোনো দল হলে পরাজিত দলের জায়গাত লেখা হতো ভারতের নামে।

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
বার্সেলোনা-পিএসভি আইন্দহোভেন

ক্যাম্প ন্যু’তে মঙ্গলবার স্থানীয় সময় বিকালে ইউরোপ সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ডাচ চ্যাম্পিয়ন  পিএসভি আইন্দহোভেনকে ৪-০ গোলে হারায় বার্সেলোনা।

পিএসজি-লিভারপুল
পুরো ম্যাচ দাপটের সঙ্গে খেলেও পয়েন্ট হারাতে বসা লিভারপুলকে দুর্দান্ত এক জয় এনে দিলেন ফিরিনিনো। পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে দারুণ শুরু পেল লিভারপুল। অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলে জিতেছে সালাহরা।

ইন্টার মিলান-টটেনহাম
২-১ গোলে টোটেনহ্যামের বিপক্ষে জয় পেয়েছে ইন্টার মিলান। খেলার ৫৩ মিনিটের মাথায় ক্রিস্টিয়ান এরিকসনের গোলে এগিয়ে যায় টোটেনহ্যাম। খেলার ৮৫ মিনিটের মাথায় ইকার্দির গোলে সমতায় ফেরে ইন্টার। ম্যাচের যোগ করা সময়ে মাতিয়াস ভিচিনোর নাটকীয় গোলে জয় পায় ইন্টার।  

মোনাকো-অ্যাটলেটিকো মাদ্রিদ
মোনাকোর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ১৮ মিনিটের মাথায় মোনাকোকে এগিয়ে দেন সামিয়ুল গ্রান্সির। ম্যাচের ৩১ মিনিটে ডিয়াগো কস্তার গোলে সমতায় ফেরে। প্রথমার্ধের যোগ করা সময়ে জসে গিমিনেজের জয় সূচক গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের জয় নিশ্চিত হয়।

বুধবারের খেলাধুলা

ক্রিকেট
ইউনিমনি এশিয়া কাপ ২০১৮
ভারত-পাকিস্তান

এশিয়া কাপের আজকের ম্যাচে বাংলাদেশ সময় ৫টা ৩০ মিনিটে মাঠে নামছে ভারত-পাকিস্তান। খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা ও বিটিভি।

ফুটবল
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল   
বাংলাদেশ-লেবানন
   
আজ এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে বাংলাদেশ সময় বেলা ১১-৩০ মিনিটে লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটী সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ   
ভ্যালেন্সিয়া-জুভেন্টাস
       
আজ জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হচ্ছে রোনালদোর। ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে জুভরা। খেলাটি বাংলাদেশ সময় রাত ১টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন১।

রিয়াল মাদ্রিদ-রোমা        
জুভেন্টাসের মাঠে নামার দিন ইতালিয়ান দল রোমার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। খেলাটি বাংলাদেশ সময় রাত ১টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন২।

বেনফিকা-বায়ার্ন  
বেনফিকার বিপক্ষে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ। খেলাটি বাংলাদেশ সময় রাত ১টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন৩।

ম্যান সিটি-লিঁও   
লিঁও’র বিপক্ষে মাঠে নামছে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি। খেলাটি বাংলাদেশ সময় রাত ১টায় সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।

ইয়াং বয়েজ-ম্যান ইউনাইটেড       
ইয়াং বয়েজের বিপক্ষে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট ম্যানইউ। খেলাটি বাংলাদেশ সময় রাত ১টায় সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭