ইনসাইড গ্রাউন্ড

৪৫৩৬ দিন পর আরব আমিরাতে মুখোমুখি ভারত-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2018


Thumbnail

এশিয়া কাপ থেকে সবার আগে শ্রীলঙ্কার বিদায়ে অনেকই অবাক হয়েছে। এরই মধ্যে কাল হংকং হেরে গেলেও চোখ রাঙানি দিয়ে লড়াই করেছে ভারতের সঙ্গে। তাই এক কথায় যেন জমে উঠেছে এশিয়া কাপ। আজ পঞ্চম ম্যাচে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক না থাকায় গ্লোবাল কোন ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের ক্রিকেট দেখার দেখা থেকে বঞ্চিত হয়ে আসছে ক্রিকেট বিশ্ব। তাই আজ এই লড়াই উপভোগের জন্য অধীর আগ্রহে ক্রিকেট বিশ্ব।

এদিকে, এই ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ৪,৫৩৬ দিন পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলতে নামবে ভারত। ২০০৬ সালে আবুধাবিতে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছিলো ভারত। সেই ম্যাচে ৫১ রানে জয় পায় তৎকালীন রাহুল দ্রাবিড়ের ভারত। তাই প্রায় সাড়ে ১২ বছর পর আবারও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আবারো লড়বে ভারত ও পাকিস্তান। তবে দুবাইয়ের ভেন্যুতে আগে কখনোই মুখোমুখি হয়নি দু’দল।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭