ইনসাইড বাংলাদেশ

হাবীব-উন-নবী খান সোহেলের ১০ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2018


Thumbnail

বিএনপি নেতা হাবীব-উন-নবী খান সোহেলের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। আজ বুধবার এই রিমান্ড আবেদন করা হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হলেও ঘটনার পরপর এর কারণ সম্পর্কে তাৎক্ষণিক ভাবে কিছু জানায়নি পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে জানানে হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁকে ঢাকা মহানগর পুলিশ গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে। সোহেলের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অর্ধশতাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁকে খোঁজা হচ্ছিল। শান্তিনগরে তাঁর বাড়িতে একাধিকবার তল্লাশিও চালিয়েছে পুলিশ।

গতকাল রাতেই বিএনপি নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে হাবীব-উন-নবী খান সোহেল গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭