ইনসাইড গ্রাউন্ড

তামিমকে ফোন করে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2018


Thumbnail

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে কব্জির চোট নিয়েও বীরত্ব দেখিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে এক হাতে ব্যাট করেছেন। এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর গতকাল দেশে ফেরেন তামিম। এদিকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিম ইকবারের শারীরিক অবস্থা জানার জন্য নিজে ফোন করে খোঁজ নিয়েছেন।

আজ বুধবার বর্তমান শারীরিক অবস্থা জানার জন্য দুপুরে তামিম ইকবালকে ফোন করেন প্রধানমন্ত্রী। তাঁর কৃতিত্বের প্রশংসা করে ফোনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করছো। তবে নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হার-জিত থাকবেই।’ ওইদিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিমকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী প্রয়োজনে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর আশ্বাস দেন তাকে। কুণ্ঠাবোধ না করে যেকোনও বিষয় তাকে জানাতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বাংলা ইনসাইডার/ডিআর 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭