ইনসাইড গ্রাউন্ড

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2018


Thumbnail

এশিয়া কাপের পঞ্চম ম্যাচে মাঠে নেমেছে ভারত-পাকিস্তান। আর টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

এদিকে, দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কটা খারাপ হওয়ার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। যে কারণে ২০১২ সালের পরে ভারতের মাটিতে পাকিস্তান একটি ম্যাচও খেলেনি। আর পাকিস্তানের মাটিতে ২০০৭ সালের পর থেকেই খেলে না ভারত। তাই আইসিসি বা এসিসির ইভেন্ট ছাড়া এখন আর মাঠে নামা হয় না চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির। সর্বশেষ গত বছর চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলেছিল দু’দল। সেবার ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।

এশিয়া কাপে দু’দল ১২বার মুখোমুখি হয়েছে। এই টুর্নামেন্টে অবশ্য ৬ ম্যাচ জিতে এগিয়ে রয়েছে ভারত। পাকিস্তান জয় পেয়েছে ৫টিতে। একটি ম্যাচ পরিত্যাক্ত।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭