ইনসাইড গ্রাউন্ড

ভারতকে সুবিধা দিতে আগেই সুপার ফোরের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2018


Thumbnail

এবারের এশিয়া সূচি নিয়ে আগেও বেশ আলোচনায় হয়েছে। এবার সুপার ফোরের জন্য পরিবর্তিত সূচিতেও দেখা গেল আজব কিছু বিষয়। যেন ভারতকে একচেটিয়া সুবিধা দিচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আগের সূচিতে গ্রুপ চ্যাম্পিয়ন হলে আবুধাবিতে গিয়ে চার দিনে তিন ম্যাচ খেলতে হতো বাংলাদেশকে। গ্রুপ রানার্সআপ হলে ঠাসা সূচি থেকে মিলত কিছুটা ফুরসত। কিন্তু এখন আগের সব হিসাব বাদ। গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্সআপের কোন হিসেব নেই। শেষ ম্যাচে যাইহোক সুপার ফোরের সূচি মঙ্গলবার রাতেই চূড়ান্ত করে ফেলেছে এসিসি।

ভ্রমণ ক্লান্তির আবুধাবিতে কোনোভাবেই খেলতে রাজি হচ্ছিলো না ভারত। এমনকি এ নিয়ে কোনো রকম ছাড় দিতে রাজী নয় তারা। তাই বাধ্য হয়েই ভারতকে সুবিধা দিতে গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার আগেই সূচি নির্ধারণ করে ফেলে এসিসি।

নতুন সূচিতে ভারতের কোনো ম্যাচই নেই আবুধাবিতে। সবগুলো খেলা রাখা হয়েছে দুবাইতেই। তবে কিছু সুবিধা পেয়েছে বাংলাদেশও। নতুন সূচিতে বাংলাদেশের আবুধাবিতে যাওয়া একদিন কমছে।

এশিয়া কাপের পরিবর্তিত সূচি

২১ সেপ্টেম্বর শুক্রবার
ভারত বনাম বাংলাদেশ (দুবাই)
পাকিস্তান বনাম আফগানিস্তান (আবুধাবি)
২৩ সেপ্টেম্বর রবিবার
ভারত বনাম পাকিস্তান (দুবাই)
বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)

২৫ সেপ্টেম্বর মঙ্গলবার
ভারত বনাম আফগানিস্তান (দুবাই)

২৬ সেপ্টেম্বর বুধবার
বাংলাদেশ বনাম পাকিস্তান (আবুধাবি)

২৮ সেপ্টেম্বর শুক্রবার
ফাইনাল (দুবাই)


বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭