ইনসাইড বাংলাদেশ

৫% সুদে গৃহঋণের আবেদন অক্টোবর থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2018


Thumbnail

সরকারি ব্যবস্থাপনায় ব্যাংক থেকে স্বল্প সুদে গৃহঋণের আবেদন প্রক্রিয়া আগামী ১ অক্টোবর থেকে শুরু হছে। অনলাইনে এই আবেদন করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

ভোটের বছরে সরকারের চালু করা এ সুবিধার আওতায় মাত্র ৫ শতাংশ সরল সুদে তারা ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ নিতে পারবেন।

বর্তমানে সরকারি চাকরিজীবীরা ১০ শতাংশ সুদে গৃহঋণ নিতে পারেন। কিন্তু বেতন কাঠামো অনুযায়ী যে ঋণ তারা পান, তা দিয়ে অনেক ক্ষেত্রেই গৃহ নির্মান করা সম্ভব হয় না। এ অবস্থার অবসান ঘটাতেই সরকার নতুন এই পদক্ষেপ গ্রহণ করেছে।

এর আগে গত জুনে, নবীন কর্মীরাও যেন একটি ফ্ল্যাট বা বাড়ির মালিক হতে পারেন সেজন্য একটি নীতিমালা করার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী। এরপর ৩০ জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে ‘সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং-ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান নীতিমালা-২০১৮’ প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।


বাংলা ইনসাইডার/এএইচসি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭