ইনসাইড পলিটিক্স

‘সরকারের চাপে পদত্যাগ ও নির্বাসিত হতে বাধ্য হয়েছি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2018


Thumbnail

পদত্যাগের প্রায় বছরখানেক পর একটি বই লিখেছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল’, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামের বইটিতে তিনি দাবি করেছেন ‘সরকারের চাপে পদত্যাগ ও নির্বাসিত হতে বাধ্য হয়েছেন’ এবং তিনি নিজেকে ‘বিচার বিভাগের স্বাধীনতার জন্য ঐতিহাসিক রায়’ঘোষণাকারী বলে দাবি করেছেন। সাউথ এশিয়ার মনিটর ডটকমে প্রকাশিত সুরেন্দ্র কুমার সিনহার বই নিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত রোববার থেকে অ্যামাজনের কিন্ডলে প্লাটফর্মে সুরেন্দ্র কুমার সিনহার বইটি দেখা যাচ্ছে। তবে সেখানে শুধু বইটির প্রচ্ছদ ও শিরোনামই দেখা যায়। পুরো বইটি পাওয়া যায়নি। তবে ক্ষুদ্র অংশেই সুরেন্দ্র কুমার সিনহা দাবি করেন, ২০১৭ সালে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের কারণে বর্তমান সরকার তাঁকে পদত্যাগে বাধ্য করেছে। ওই রায়ের মাধ্যমে তিনি বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে যাওয়াকে অবৈধ ঘোষণা করেছিলেন।

৬১০ পৃষ্ঠার বইয়ে ‘সূচনায়’ সুরেন্দ্র কুমার সিনহা লিখেছেন, ‘২০১৭ সালে বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে একটি ঐতিহাসিক রায় দেওয়ার পর বর্তমান সরকার আমাকে পদত্যাগে এবং নির্বাসনে যেতে বাধ্য করে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকদের সর্বসম্মত ওই রায়ে রাষ্ট্র এবং রাজনৈতিক নেতৃত্বের প্রবণতা নিয়ে আমি যে পর্যবেক্ষণ দিয়েছিলাম, সেটি দেশের মানুষ ও সুশীল সমাজ ভালোভাবে গ্রহণ করে এবং আন্তর্জাতিক মিডিয়ায় ভালো গুরুত্ব পায়।’

সাবেক প্রধান বিচারপতি সিনহা তাঁর বইয়ে লিখেছেন, ‘সুপ্রিম কোর্টের সাত বিচারক মিলে চূড়ান্ত রায় দেওয়ার পর সংসদের বিরুদ্ধে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং তাঁর দলের অন্যান্যরা আমাকে তিরস্কার করেন। আইনমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা আমার ওপর কলিমালেপন, অসদাচারণ ও দুর্নীতির অভিযোগ তুলতে থাকেন। আমি আমার সরকারি বাসবভনে বন্দী ছিলাম। আইনজীবী এবং বিচারপতিরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন। মিডিয়াকে বলা হয়েছে আমি অসুস্থ এবং আমি চিকিৎসা ছুটি চেয়েছি। কয়েকজন মন্ত্রী বলেছেন আমি চিকিৎসা ছুটিতে বিদেশে যাব।’

সুরেন্দ্র কুমার সিনহা দাবি করেছেন, ১৪ অক্টোবর, ২০১৭ আমাকে দেশ ছাড়তে বাধ্য করার সময় আমি একটি বিবৃতি দিয়ে সবার কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম যে আমি অসুস্থ নই এবং চিরতরে দেশও ত্যাগ করছি না।’ বিচারপতি সিনহার দাবি, এরপর তার পরিবার ও স্বজনদের ভয়-ভীতি দেখানোয় তিনি বিদেশে থাকতেই পদত্যাগপত্র জমা দেন।

সাউথ এশিয়ার মনিটর তাদের প্রতিবেদনে জানায়, এমন সময় সুরেন্দ্র কুমার সিনহার বইটি এলো এমন সময়ে যখন আওয়ামী লীগ সরকারের শেষ সময় এবং বিএনপি ও অন্যান্য দলগুলো বিচার বিভাগ ও গণতন্ত্রের অন্যান্য প্রতিষ্ঠানকে ধ্বংসের জন্য আওয়ামী লীগকে দায়ী করছে।


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭