ইনসাইড বাংলাদেশ

‘কারও মান ভাঙাতে পারব না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2018


Thumbnail

বিএনপির নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কোনো উদ্যোগ না নেওয়ার কথা আবার জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদে এ সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী।

জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কারো মান ভাঙাতে যাবেন না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে কে মান-অভিমান করল, আর কার মান ভাঙাতে যাব, সেটা জানি না। সহানুভূতি দেখাতে গিয়ে যদি অপমানিত হয়ে ফিরে আসতে হয়, সেখানে আর যাবার কোনো ইচ্ছা আমার নেই।‘

এ সময় জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বুধবার প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, ‘দেশে পলিটিক্যাল অভিমান চলছে। এটা কোনোক্রমেই রোহিঙ্গা সমস্যার থেকে কম নয়। এটা কীভাবে সমাধান করবেন তা জানতে চাই।’

উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘মান-অভিমান কোথায়, তা আমি জানি না। এটা নীতির প্রশ্ন, রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্ন, আর হচ্ছে আইনের প্রশ্ন। কেউ যদি অন্যায় করে, অর্থ আত্মসাৎ করে, চুরি করে, খুন করে, খুনের প্রচেষ্টা চালায়, গ্রেনেড ও বোমা মারে। তার বিচার হবে এটাই স্বাভাবিক। আমি জনগণের জন্য রাজনীতি করি। হিসাব করি জনগণের জন্য কী করলাম। তাদের কতটুকু করতে পারলাম।’

একাদশ সংসদ নির্বাচনের সময় নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি সংলাপ চেয়ে এলেও শেখ হাসিনা বরাবরই তা প্রত্যাখ্যান করছেন। এর আগে দশম সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা সংলাপের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করে প্রত্যাখ্যাত হয়েছিলেন। এমনকি শেখ হাসিনা যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সান্ত্বনা জানাতে গিয়েছিলেন, তখনও তাঁর জন্য খোলা হয়নি দ্বার।


বাংলা ইনসাইডার/বিকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭