ইনসাইড বাংলাদেশ

‘ঐক্যের বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2018


Thumbnail

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঐক্যের বিকল্প নেই, সকলকে ঐক্যবদ্ধ করে দানব সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ২০ দলীয় জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর বহুদলীয় মতবিনিময় সভা’য় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সমস্ত সিনিয়র নেতারা অসুস্থ বেগম জিয়ার চিকিৎসার জন্য তাঁকে (স্বরাষ্ট্র মন্ত্রী) অনুরোধ করেছিলাম কিন্তু তিনি কথা রাখেননি।’

মির্জা ফখরুল সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘এইভাবে কি ক্ষমতায় থাকা যায়? আমরা জানি আল্লাহ আপনাদের বিচার করবেন। জনগণও অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। ১০ বছর ধরে ভয়াবহ দুঃশাসন চলছে। এ কথা বলার অপেক্ষা রাখে না ভয়াবহ দুঃশাসনের জাতাকলে জনগণ প্রতিনিয়ত নিষ্পেষিত হচ্ছে।’

জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান নূর হোসেন কাসেমীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিল জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।


বাংলা ইনসাইডার 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭