ওয়ার্ল্ড ইনসাইড

মালয়েশিয়ার বিষাক্ত মদপানে ২ বাংলাদেশিসহ নিহত ২১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/09/2018


Thumbnail

মালয়েশিয়ায় বিষাক্ত মদ পানে মারা গেছেন দুই বাংলাদেশিসহ মোট ২১ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৭ জন। গত বুধবার রাজধানী কুয়ালালামপুরে এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, গতকাল রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন এলাকা থেকে বিষাক্ত মদ পানে হাসপাতালে ভর্তি হন ৫৭ জন। এর মধ্যে ১০ জন বাংলাদেশ, ২৬ জন নেপাল, ১৩ জন মিয়ানমার, ও ২ জন ভারতের নাগরিক। এছাড়া মালয়েশিয়ার স্থায়ী নাগরিক রয়েছেন ৫ জন। নিহতদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

বিষয়টি তদন্ত করছে স্থানীয় পুলিশ। ইতোমধ্যে কুয়ালালামপুরের ১২টি এলাকায় অভিযান চালিয়ে বিষাক্ত মদ বিক্রির অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে প্রায় ৩ হাজার বোতল বিষাক্ত মদ।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭