ওয়ার্ল্ড ইনসাইড

কারামুক্ত হলেন নওয়াজ শরীফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/09/2018


Thumbnail

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়ম নওয়াজকে মুক্তি দেওয়া হয়েছে। গত বুধবার রাজধানী ইসলামাবাদে হাইকোর্ট এই রায় ঘোষণা করেছে৷ নওয়াজের সঙ্গে তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ ও তাঁর স্বামী মহম্মদ সফদারের সাজার বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট।

এর আগে গত সপ্তাহে নওয়াজ শরিফের স্ত্রীর মৃত্যু হলে ৩ দিনের জন্য জেল থেকে ছাড়া পান নওয়াজ ও মরিয়ম৷ তারপরেই এই মুক্তির খবর পেলেন বাবা ও মেয়ে৷ এবার স্থায়ীভাবে জেলের বাইরে থাকার নির্দেশ পেল তাঁরা। আদালতের এই রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগের সমর্থকরা।

গত ২৫ জুলাই গ্রেপ্তার করা হয় নওয়াজ ও তাঁর মেয়েকে৷ দুর্নীতির দায়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আয় বহির্ভূত অর্থে ১৯৯০ সালে লন্ডনে নওয়াজ শরিফ একটি রাজকীয় ফ্ল্যাট কিনেছিলেন বলে অভিযোগ ওঠে। দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে নওয়াজ শরিফকে ১০ বছরের কারাবাস এবং এই কাজে সহযোগিতার জন্য মেয়ে মরিয়মকে ৭ বছরের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭