ইনসাইড বাংলাদেশ

কুমিল্লায় পেট্রোল বোমা হামলা: জামিন শুনানি পেছালো খালেদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/09/2018


Thumbnail

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলা মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়ে ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত। আজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলার চালানো হয়। এতে ৮ যাত্রী নিহত ও অনেকে আহত হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পাশাপাশি খালেদা জিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।


বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭