ইনসাইড গ্রাউন্ড

দলে একাধিক পরিবর্তন, শান্ত-রনির অভিষেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/09/2018


Thumbnail

আজকের ম্যাচ খেলেই আগামীকাল ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুবাইতে খেলতে হবে মাশরাফিদের। অর্থাৎ ২৪ ঘন্টার ব্যবধানে আলাদা দুটি ভেন্যুতে দুটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।

এ কারণে আজ অনেক সিনিয়র ক্রিকেটারকেই বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। তাছাড়া টাইগারদের ইনজুরি তো আছেই। তামিম, মুশফিক, সাকিব- তিনজনই ইনজুরিতে। তামিম ইতিমধ্যেই দেশে ফিরেছেন। যেহেতু দুই দিনে দুটি ম্যাচ আলাদা ভেন্যুতে খেলতে হবে তাই ইনজুরিতে থাকা ক্রিকেটারদের আজ বিশ্রাম দেওয়াকেই শ্রেয় মনে করছেন টিম ম্যানেজমেন্ট। আর সুপার ফোরের প্রথম ম্যাচই ভারতের বিপক্ষে। তাই মাশরাফি, রিয়াদ আর নয়জন তরুণ দিয়ে গড়া দলের বাংলাদেশের খেলা দেখতে হবে আফগানদের বিপক্ষে।

ছিটকে যাওয়া তামিম ইকবালের জায়গায় একটি বদল তো নিশ্চিতই। ওয়ানডে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তর। পাঁজরের ব্যথা নিয়ে প্রথম ম্যাচ খেলা মুশফিকুর রহিমকেও গুরুত্বহীন ম্যাচে খেলানোর ঝুঁকি নিতে চায় না দল। পিঠেপিঠি ম্যাচের ধকলের ভাবনায় বিশ্রাম পাচ্ছেন মুস্তাফিজুর রহমানও। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে তাই পরিবর্তন আসছে তিনটি। মুশফিকের জায়গায় একাদশে সুযোগ পাচ্ছেন মুমিনুল হক। শান্তর পাশাপাশি ওয়ানডে অভিষেক হচ্ছে বাঁহাতি পেসার আবু হায়দারের।


বাংলা ইনসাইডার/ডিআর/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭