ইনসাইড গ্রাউন্ড

অভিষেকে প্রথম ওভারেই রনির উইকেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/09/2018


Thumbnail

এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-আফগানিস্তান। টস হেরে বোলিং করছে টাইগাররা। আর অভিষেকে নিজের প্রথম ওভারে উইকেট পেলেন আবু হায়দার। বাঁহাতি এই পেসার ফিরিয়ে দিলেন ইহসানউল্লাহকে। দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি তুলে দেন ইহসানউল্লাহ। চতুর্থ বলে তার পুনরাবৃত্তির চেষ্টায় ফিরেন কাভারে মোহাম্মদ মিঠুনের চমৎকার ক্যাচে পরিণত হয়ে। দ্বিতীয় ওভারে ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। 

বাংলাদেশ দলে তিন পরিবর্তন
চোটের জন্য এশিয়া কাপ শেষ হয়ে গেছে তামিম ইকবালের। পিঠের ব্যথার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে।

ওয়ানডে অভিষেক হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি পেসার আবু হায়দারের। ২০১৫ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭