ইনসাইড বাংলাদেশ

ডিজিটাল পাঠ্যবইয়ের যুগে প্রবেশ করলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/09/2018


Thumbnail

এনিমেশন, ভিডিও, অডিও এবং টেক্সট সমৃদ্ধ ডিজিটাল পাঠ্যবইয়ের যুগে প্রবেশ করলো বাংলাদেশ।  

আজ বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘ইন্টারএকটিভ ডিজিটাল টেক্সটবুক’-এর (আইডিটি) মোড়ক উন্মোচন করেন।  

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘ইন্টারএকটিভ ডিজিটাল টেক্সটবুক’ এর মাধ্যমে শিশুদের পাঠ গ্রহণ অনেক সহায়ক ও আকর্ষণীয় হবে। এছাড়া শিক্ষকদের জন্যও পাঠদান সহজ হবে। বিশ্বমানের শিক্ষা অর্জনে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিকে ধারণ করতে হবে। প্রযুক্তির সুযোগগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে।

টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ প্রকল্পের আর্থিক সহায়তা, ব্র্যাকের কারিগরি সহায়তায় ষষ্ঠ শ্রেণির ১৬টি আইডিটি তৈরি করা হয়েছে। আইডিটিতে অডিও, ভিডিও, টেক্সট এবং এনিমেশন আছে।

মোড়ক উম্মোচনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারয়ণ চন্দ্র সাহা। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ প্রকল্পের পরিচালক মো. জহির উদ্দিন বাবর উপস্থিত ছিলেন।


বাংলা ইনসাইডার/আরকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭