ইনসাইড গ্রাউন্ড

জিততে বাংলাদেশের প্রয়োজন ২৫৬ রান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/09/2018


Thumbnail

শেষের দিকে গুলবাদিন নাইব ও রশিদ খানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে বাংলাদেশকে ২৫৬ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। ১৬০ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশের বোলারদের ওপর চরাও হয়ে খেলতে থাকেন এই দুই আফগান ব্যাটসম্যান। অষ্টম উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান ৫৭ বলে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন। 

ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য দারুণ হয়েছিল। ম্যাচের দ্বিতীয় ওভারেই বাংলাদেশ উইকেট দখল করে। নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ওভারে বোলিংয়ে এসেই উইকেট পান অভিষিক্ত আবু হায়দায় রনি। দুই বলে দুই চার হাকানো ইহসানউল্লাহকে আউট করে দুই চারের প্রতিশোধ তোলেন।

দলীয় ২৮ রানে বাংলাদেশ দ্বিতীয় উইকেটের পতন ঘটায়। রহমত শাহ্‌কে ব্যক্তিগত ১০ রানে আউট করে প্রথম ম্যাচেই ৩ ওভারের বোলিং স্পেলে ২ উইকেট তুলে নেন রনি। ১০ ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৩৭ রান দুই উইকেটের বিনিময়ে।

আফগানদের দ্রুত দুই উইকেট পড়ে গেলে মোহাম্মদ শেহজাদ ও হাসমাতুল্লাহ শাহিদি প্রাথমিক বিপর্যয় সামলান। ম্যাচের ২০ তম ওভারে বাংলাদেশ আবারো আফগানদের উইকেটের পতন ঘটায়। সাকিব আল হাসানের বলে শেহজাদ উড়িয়ে মারতে যেয়ে বাউন্ডারিতে আউট হন। বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ ধরেন আবু হায়দার। শেহজাদ ৪৭ বলে ৩৭ রান করেন।

ম্যাচের ২৬ তম ওভার করতে এসে আবারো উইকেট পান সাকিব। আফগান অধিনায়ক আসগার আফগানকে ব্যক্তিগত ৮ রানে ফিরিয়ে দেন। আফগানদের পঞ্চম উইকেটও দখল করেন সাকিব। ম্যাচের ৩৪ তম ওভারে নিজের অষ্টম ওভার করতে এসে সামিউল্লাহ শেনওয়ারিকে তুলে নেন সাকিব। আফগানের সংগ্রহ তখন ১৩৯ রান পাঁচ উইকেটে।

সাকিবের টানা তিন উইকেটের পর এবার আফগান শিবিরে হানা দিলেন রুবেল হোসেন। রুবেলের দুর্দান্ত একটি ডেলিভারি হাসমাতুল্লাহ শাহিদির ব্যাটের কোনায় লেগে বল পেছনে লিটন দাসের হাতে ধরা পড়ে। শাহিদি ৯২ বলে ৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।

ম্যাচের ৪১ তম ওভারে এসে সাকিব নিজের চতুর্থ উইকেট দখল করেন। মোহাম্মদ নবীকে ব্যক্তিগত ১০ রানে এলবি’র ফাঁদে ফেলেন সাকিব।

১৬০ রানে ৭ উইকেট পড়ার পর আফগানদের  হাল ধরেন গুলবাদিন নাইব ও রশিদ খান। দুইজনই বাংলাদেশী বোলারদের ওপর চরাও হয়ে খেলতে থাকে। রশিদ মাত্র ৩১ বলে ৫০ রান পূরণ করে। নাইব করেন ৩৮ বলে ৪২ রান। শেষ পর্যন্ত আফগানিস্তান ৫০ ওভারে ২৫৫ রান তুলতে সক্ষম হয়।

বাংলাদেশের পক্ষে চারটি উইকেট দখল করেন সাকিব আল হাসান। এছাড়া আবু হায়দার রনি দুইটি উইকেট পান। একটি উইকেট দখল করেন রুবেল হোসেন। 

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ৫০ ওভারে ২৫৫/৭

 

বাংলা ইনসাইডার/এসএকে  

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭