কালার ইনসাইড

যে বাড়িতে সালমানের বেড়ে ওঠা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/09/2018


Thumbnail

মৃত্যুর ২২ বছর পরও তাকে নিয়ে ভক্তদের কৌতুহল এতটুকু কমেনি। ১৯ সেপ্টেম্বর পালন হলো সালমান শাহর ৪৭তম জন্মবার্ষিকী। ভক্তদের স্বপ্নের পৃথিবীতে এখনো চির জীবন্ত নায়ক সালমান। ফলে সালমানের স্মৃতি বিজড়িত স্থানগুলোতে ভক্তরা ভিড় জমান কিংবা কৌতুহল হয়ে জানেন।

সালমানের জন্মদিনে ফেসবুকে ভেসে এলো একটি বাড়ির ছবি। যে ছবিতে ছড়িয়ে রয়েছে সালমানের নানা স্মৃতি। সালমানের অন্ধভক্তখ্যাত মাসুদ রানা নকীব ছবিটি ফেসবুকে পোস্ট করেন। জানা যায়, ‘ঢাকার গ্রীন রোডে বনফুল এন্ড কোম্পানির শাখার পাশের গলির এই বাড়ির চার তলার একটি ফ্ল্যাটে কমর উদ্দিন চৌধুরী তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সিনেমায় আসারও বহু আগে থেকেই এই বাড়িতে বাবা-মায়ের সঙ্গে সালমান শাহ বসবাস করতেন। এই বাড়ি, এই গলি ও গ্রীন রোডে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। পায়ে হেঁটে, রিকশায় বসে, বাইকে করে ও ডানা মেলা সেই গাড়িতে করে সালমান শাহ্‌ এই গ্রীন রোডে হয়ত অগনিতবার চলাফেরা করেছিলেন। বিয়ে করার কয়েকমাস পর সালমান শাহ ইস্কাটন প্লাজায় ফ্ল্যাট ভাড়া নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যান ও স্ত্রীর সাথে সেখানেই মৃত্যুর আগপর্যন্ত বসবাস করেন। তবে বাবা-মা ও একমাত্র ছোটভাইকে দেখতে, তাদের খোঁজখবর নিতে প্রায়ই তিনি এখানে আসতেন, তাদের সাথে সময় কাটাতেন। সালমান শাহ’র মৃত্যুর প্রায় বছর খানেক পর জনাব কমর উদ্দিন চৌধুরী এই বাড়ি ছেড়ে চলে যান।’  

তিনি বলেন, ‘কোনো কাজে গ্রীন রোডের দিকে গেলে এই বাড়ির সামনে ও গলিতে আমি যাই এবং খুব পছন্দের এই নায়কের পদচিহ্ন, স্মৃতি খুঁজে বেড়াই। অনুমতি নিয়ে বাড়িটির অভ্যন্তরেও আমি কয়েকবার প্রবেশ করেছিলাম। প্রিয় এই মানুষটার জন্য আসলেই খুব আফসোস হয়।’


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭