ইনসাইড গ্রাউন্ড

রশিদ ‘জুজু’তে ধুঁকছে বাংলাদেশ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/09/2018


Thumbnail

১৬০ রানে আফগানদের ৭ উইকেটের পতন। ধরে নেওয়া হয়েছিল আফগানিস্তান ৫০ ওভার পুরোটা ব্যাটিং করতে পারবে না। কিন্তু রশিদ খান নামার পর ম্যাচের চিত্র পুরোটাই বদলে গেল। প্রথম ৪০ ওভারে ম্যাচের চিত্র বাংলাদেশের পক্ষেই ছিল। শেষ ১০ ওভারে ম্যাচ চলে গেল আফগানদের হাতে।

অনেকেই উত্তরটা মেলাতে পারছেন না। ৪০ ওভার শেষে বাংলাদেশের বোলারদের কি হয়ে গেল? একের পর এক ফুলটস বল। ষ্ট্যাম্পের বাইরে বল সব কিছুই যেন এলোমেলো হয়ে যাচ্ছিলো। প্রতি বলকেই মাঠেই বাইরে পাঠানোর চেষ্টা করছিলেন আফগান দুই ব্যাটসম্যান গুলবাদিন নাইব ও রশিদ খান। চেষ্টা সফলও হচ্ছিলো তাঁদের। শেষের ১০ ওভারে ওভার প্রতি প্রায় ৯ রান করে তুলেছেন তাঁরা।

রশিদ ‘জুজু’তে ভুগছে কিনা বাংলাদেশ সেটাই এখন প্রশ্ন। রশিদকে সামনেই পেলেই বাংলাদেশ এলোমেলো খেলতে থাকে। মাস কয়েক আগে এই রশিদের কাছেই ধবল ধোলাই হয়েছিল বাংলাদেশ। আজকের এশিয়া কাপে তো বাংলাদেশী বোলাররা রশিদখানকে রীতিমত ব্যাটসম্যান বানিয়ে ছাড়লেন।

শিশির ভেজা উইকেটে ২৫৫ রান অনেক বড় সংগ্রহ। যেখানে আফগানদের ১৬০ রানে ৭ উইকেট ছিল। যেখানে বাংলাদেশের উচিত ছিল ২০০ রানের আগেই আফগানদের আটকিয়ে দেওয়া। সেখানে ৫৫ রান বেশি হয়েছেই মত ক্রিকেট বোদ্ধাদের। রশিদ ‘জুজু’ কাটিয়ে বাংলাদেশ জয় তুলে নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। নাকি এই রশিদের কাছেই আবারো হেরে আসতে হবে বাংলাদেশকে ?   

বাংলা ইনসাইডার/এসএকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭