ইনসাইড গ্রাউন্ড

আজ হারলেও সব শেষ হয়ে যায়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2018


Thumbnail

মাশরাফি বিন মুর্তজার দলকে গুঁড়িয়ে এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে আফগানিস্তান। তবে আজ বাংলাদেশ তার সেরা অস্ত্রগুলোকে বিশ্রামে রেখেই মাথে নেমেছিলো। নাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। আজ মুস্তাফিজ, মুশফিকুর রহিম না খেলায় ব্যাটিং-বোলিং বিভাগে দুর্বলতা দেখা যায়। তারওপর তামিমের না থাকা বেশ ভুগিয়েছে টাইগারদের।

তবে আজ হেরে গেলেও সব শেষ হয়ে যায়নি। কাল আবার সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আজ আফগানদের দেওয়া ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। মাঝে সাকিব কিছুক্ষন একাই লড়াই করেন। কিন্তু সাকিবও আউট হয়ে গেলে বাংলাদেশের জয়ের আশা অনেকটাই শেষ হয়ে যায়। তাছাড়া দলে সুযোগ পাওয়া শান্ত-মমিনুলরা কেউই নামের প্রতি সুবিচার করতে পারেনি। শেষ পর্যন্ত ৪৭ বল বাকি থাকতে বাংলাদেশকে থামিয়ে দেন মুজিব উর রহমান। রুবেল হোসেনকে ফিরিয়ে আফগানিস্তানকে ১৩৬ রানের বড় জয় এনে দিয়েছেন এই স্পিনার। ৪২.১ ওভারে ১১৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। তিনটি চারে ২৬ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। আফগানিস্তানের রশিদ, মুজিব ও গুলবাদিন নাইব নেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৫০ ওভারে ২৫৫/৭ (শাহজাদ ৩৭, ইহসানউল্লাহ ৮, রহমত ১০, হাশমতউল্লাহ ৫৮, আসগর ৮, শেনওয়ারি ১৮, নবি ১০, গুলবাদিন, রশিদ; রুবেল ১/৩২, আবু হায়দার ২/৫০, মিরাজ ০/২১, মাশরাফি ০/৬৭, সাকিব ৪/৪২, মোসাদ্দেক ০/১৮, মুমিনুল ০/১৫, মাহমুদউল্লাহ ০/৫)

বাংলাদেশ: (লক্ষ্য ২৫৬) ৪২.১ ওভারে ১১৯ (লিটন ৬, শান্ত ৭, সাকিব ৩২, মুমিনুল ৯, মিঠুন ২, মাহমুদউল্লাহ ২৭, মোসাদ্দেক ২৬*, মিরাজ ৪, মাশরাফি ০, আবু হায়দার ১, রুবেল ০; আফতাব ১/১১, মুজিব ২/২২, গুলবাদিন ২/৩০, নবি ১/২৪, শেনওয়ারি ০/১২, রশিদ ২/১৩, রহমত ১/৭)



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭