ওয়ার্ল্ড ইনসাইড

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও অন্যান্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2018


Thumbnail

পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে উত্তর কোরিয়ার সঙ্গে আবারও আলোচনায় বসতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও এ তথ্য জানিয়েছেন। ২০২১ সালের মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসির।

অন্যান্য খবর

যুক্তরাষ্ট্রে নারী বন্দুকধারীর গুলিতে নিহত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি ওষুধ সরবরাহ কেন্দ্রে এক নারী বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে। বাল্টিমোরের প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে হাডফোর্ড কাউন্টির প্যারিম্যান এলাকায় রাইট এইডের ওই কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯ টা ৬ মিনিটে এ ঘটনা ঘটে। এতে আরো বেশ কয়েকজন আহতও হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

২১ দফা অভিযোগ আনা হচ্ছে রাজাকের বিরুদ্ধে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থপাচারের ২১ দফা অভিযোগ আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মালয়েশিয়া পুলিশের উপমহাপরিদর্শক নূর রশিদ ইব্রাহিম এক বিবৃতিতে একথা জানান বলে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

মোদিকে ইমরানের চিঠির পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভার এক ফাঁকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৃহস্পতিবার ভারত সরকারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেছেন, এটা শুধু সাক্ষাৎ, আলোচনা শুরু নয়।

মিয়ানমারের বিচারে সম্ভাব্য সব পথ বিবেচনায় রাখা উচিত: যুক্তরাজ্য

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, মিয়ানমার যদি রোহিঙ্গা নিপীড়নে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে না পারে তাহলে হেগে অবস্থিত আইসিসির মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হতে হবে। যেহেতু সদস্য নয় এমন পক্ষের বিরুদ্ধে বিচার কার্যক্রম চালাতে ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসির) নিরাপত্তা পরিষদের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে সেহেতু ভিন্ন পথেও দায়ীদের শাস্তি নিশ্চিতের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।


বাংলা ইনসাইডার/জেডআই 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭