ইনসাইড বাংলাদেশ

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2018


Thumbnail

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে লন্ডনে যাত্রা বিরতি করবেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের অধিবেশনে বক্তৃতা দিবেন।  

আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-০০১ যোগে নিউইয়র্কের উদ্দেশে লন্ডনের পথে রওনা হন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং বিভিন্ন বাহিনী প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

এবারের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে জোরালো অবস্থান নেওয়া হবে। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে জাতিসংঘকে আহ্বান জানানো হবে। এছাড়া বাংলাদেশে নারীর ক্ষমতায়নের বিষয়টিও জাতিসংঘের অধিবেশনে আলোকপাত করবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক এক প্যানেল আলোচনায়ও প্রধানমন্ত্রী অংশ নেবেন।

জাতিসংঘের অধিবেশনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি পুরস্কারে সম্মানিত করা হবে, ইন্টারপ্রেস সার্ভিস নিউজ এজেন্সি প্রধানমন্ত্রীকে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করবে। এছাড়াও গ্লোবাল হোপ কোয়ালিশন তাদের ঘোষিত ‘স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিবেন। 

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের ফাঁকে আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন।


বাংলা ইনসাইডার/আরকে  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭