ওয়ার্ল্ড ইনসাইড

রুশ অস্ত্র কেনায় চীনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2018


Thumbnail

রাশিয়ার কাছ থেকে সামরিক বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রাশিয়ার হস্তক্ষেপের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা জারি করেন। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির।

চীনের যন্ত্রপাতি উন্নয়ন বিভাগ ও এর প্রধান লি সাংফুর বিরুদ্ধেই মূলত এই নিষেধাজ্ঞা আরাপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের রপ্তানি লাইসেন্স ও বাতিল করে দেওয়া হয়েছে।

এছাড়া রুশ সামরিক ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট আরও ৩৩ জনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ক্রিমিয়াকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে থাকে রাশিয়ার।

তবে রুশ পার্লামেন্টের মুখপাত্র ফ্রাঞ্জ কিনসেভিচ দাবি করেন, মার্কিন নিষেধাজ্ঞায় তাদের অস্ত্র বিক্রিতে কোনও প্রভাব ফেলবে না। তিনি বলেন, ‘আমি নিশ্চিত সামনে আমাদের এসব চুক্তি আরও সম্প্রসারিত হবে।’

তবে রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞায় সমর্থন দেয়নি চীন। চীন সম্প্রতি ১০টি রুশ সুখোই সু-৩৫ যুদ্ধ বিমান ও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনেছে। এছাড়া চলতি মাসের শুরুর দিকে রুশ সামরিক মহড়াতেও অংশ নেয় তারা।


বাংলা ইনসাইডার/জেডআই 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭