ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের খেলা হলেই গ্যালারীতে উপচে পড়া ভিড়!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2018


Thumbnail

পাকিস্তানের দ্বিতীয় হোম ভেন্যু আরব আমিরাত। আবার এমনও বলা হয় দুবাইতে পাকিস্তান ও ভারতের অধিবাসী বেশি। সংখ্যায় প্রবাসী বাংলাদেশীদের তুলনায় তারা কোন অংশে কম না। অথচ এই দুই দলের ম্যাচে গ্যালারী প্রায় খালিই থাকে! কিন্তু বাংলাদেশের খেলা হলেই গ্যালারীতে উপচে পড়া ভিড়।

দুবাইয়ের অনেক সংবাদমাধ্যম এমনও লিখেছে, বাংলাদেশের খেলার দিনে অনেকেই টিকেট কিনতে পারেনি। বাংলাদেশের ম্যাচ মানেই যেন গ্যালারীতে উপচে পড়া দর্শক। পরিপূর্ণ গ্যালারি থেকে পুরো ম্যাচে ভেসে আসে ‘বাংলাদেশ’গর্জন। তাই শ্রীলঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সমর্থকদের ধন্যবাদ দিতে ভুলেন নি বাংলাদেশ অধিনায়ক। এমনকি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সর্বদাই বাংলাদেশের সমালোচনায় মুখর থাকা রমিজ রাজা তো বলেই ফেলেছিলেন, ‘হাউজফুল গ্যালারী এবং এর ৯৯ শতাংশই বাংলাদেশি সমর্থক।’


বাংলা ইনসাইডার/ডিআর 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭