ইনসাইড বাংলাদেশ

তাজিয়া মিছিলে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2018


Thumbnail

প্রতিবছরের মত এবারও রাজধানীতে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মাতম করে তাজিয়া মিছিল বের হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা ও সতর্কার মধ্য দিয়ে পুরান ঢাকার হোসাইনী দালান ইমাম বাড়া থেকে এই মিছিল বের হয়।

আজ শুক্রবার সকাল ১০টায় এই মিছিল বের হয়। পুলিশ ও র‍্যাবের টহলের মধ্য দিয়ে মিছিলটি পলাশি, নিউমার্কেটের রাস্তা হয়ে ধানমন্ডিতে অস্থায়ী কারবালায় গিয়ে শেষ হয়।

প্রতি বছর যে পরিমাণ লোক তাজিয়া মিছিলে অংশ গ্রহণ করেন, এবারও সেরকম প্রায় হাজার খানেক লোককে তাজিয়া মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়।

আশুরা উপলক্ষে সবচেয়ে বড় তাজিয়া মিছিলের আয়োজন হয় পুরান ঢাকায় হোসাইনী দালান থেকে। এছাড়াও মোহাম্মদপুর, মিরপুর, বকশিবাজার, লালবাগ, পল্টন, মগবাজার থেকেও আশুরার মিছিল বের হয়।  

উল্লেখ্য, আজ সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হচ্ছে। আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন। হিজরির সাল অনুসারে ১০ মহররম কারবালায় হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি সারাবিশ্বে মুসলমানরা পালন করেন।


বাংলা ইনসাইডার/আরকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭