ইনসাইড বাংলাদেশ

বিশিষ্ট ব্যক্তিত্বদের চোখে ডিজিটাল নিরাপত্তা আইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2018


Thumbnail

বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন জাতীয় সংসদে পাশ হয়েছে। গত বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার সংসদে বিলটি পাশের প্রস্তাব করলে কন্ঠভোটে সেটি পাশ হয়।  সদ্য পাশ হওয়া এ আইনের ধারা নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যক্তিরা।

সুলতানা কামাল

মানবাধিকার কর্মী


’সুস্পষ্ট কারণেই আমরা এই আইনের বিরুদ্ধে আপত্তি তুলেছি। যদি আমাদের কন্ঠ অবহেলিত থাকে ও জনগণের মত বিবেচনা না করেই একটি আইন পাশ হয়, সেক্ষেত্রে জনগণের প্রতিনিধি হিসেবে এই আইন পাশ করা হয়নি। এটি সংসদীয় গণতন্ত্রের নীতি নয়।’ 

অধ্যাপক মিজানুর রহমান

সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন


’মানবাধিকার অবশ্যই সর্বশ্রেষ্ঠ হতে হবে এবং এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। মানবাধিকারের মানেই হল নাগরিকদের সর্বোচ্চ কল্যাণ। তাই, দেশের নিরাপত্তা মানেই হল দেশের জনগণের নিরাপত্তা। কাজেই, রাষ্ট্রের নিরাপত্তার নামে যা জনগণের মুক্ত চিন্তার স্বাধীনতা খর্ব করে তা মোটেও গ্রহণযোগ্য নয়।’

নূর খান লিটন

মানবাধিকার কর্মী


’ডিজিটাল আইনের খসড়া সম্পর্কে আগেই উদ্বেগ ছিল। বিল পাশে সে বিষয়গুলো বিবেচনায় আনা হয়নি। এতে কর্তৃত্বপরায়ণ নীতি এবং জনমত উপেক্ষা করার মনোভাব প্রতিফলিত হয়েছে।’

গোলাম রহমান

সাবেক প্রধান তথ্য কমিশনার


’এই আইনের প্রয়োজন রয়েছে, তবে এই আইনের কিছু ধারার অপব্যবহারের সম্ভাবনা রয়েছে। যার ফলে মুক্ত তথ্য প্রবাহ ব্যাহত হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আইসিটি আইনের ৫৭ ধারার অপব্যবহার আমরা লক্ষ্য করেছি।’


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭