ওয়ার্ল্ড ইনসাইড

তাঞ্জানিয়ায় ফেরি ডুবে নিহত ৪০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2018


Thumbnail

আফ্রিকার তাঞ্জানিয়ায় একটি যাত্রীবাহী ফেরি ডুবে কমপক্ষে ৪০ জন প্রাণহানি ঘটেছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে ফেরি ডুবির ঘটনাটি ঘটে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ভিক্টোরিয়া হ্রদে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির

প্রায় চার শতাধিক যাত্রী নিয়ে এমভি নায়রেরে নামে ফেরিটি ওকরা ও বুগলরা নামে দুটি দ্বিপের মাঝামাঝি স্থানে পৌছালে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ডুবে যাওয়া যাত্রীর সংখ্যা দুই শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধার কর্মীদের সঙ্গে স্থানীয়রাও এগিয়ে আসেন উদ্ধার কাজে। উদ্ধার কর্মীরা শতাধিক যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এছাড়া ৩২ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ভিক্টোরিয়া লেকে প্রায়ই নৌকা ডুবির ঘটনা ঘটে। ২০১১ সালে, এক ফেরি ডুবিতে প্রায় ১৪৫ জনের মৃত্যু হয়েছিল।


বাংলা ইনসাইডার/জেডআই 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭