ওয়ার্ল্ড ইনসাইড

দ্বিপাক্ষিক আলোচনায় মোদিকে ইমরানের চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2018


Thumbnail

শপথ নিয়েই পাক প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ’ভারত এক কদম এগোলে পাকিস্তান দু’কদম এগোবে।’ এ বার যেন সেটাই প্রমাণের চেষ্টা করলেন তিনি। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনার আমন্ত্রন জানিয়ে গত ১৪ ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন পাক প্রধানমন্ত্রী। চিঠিতে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মধ্যে আলোচনা শুরুরও আহবান জানান তিনি।  

এর আগে পাক প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠির জবাবেই গত ১৪ সেপ্টেম্বর চিঠি পাঠান ইমরান । কিন্তু এত দিন তা চাপাই ছিল।

গত ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার জম্মুর রামগড় সেক্টরে পাক সেনা এক ভারতীয় জওয়ানের মাথা কেটে নেওয়ার পরই সীমান্তে উত্তেজনা ছড়ায়। সীমান্তে এখন যুদ্ধের আবহ বিরাজ করছে। এরপরই চিঠির খবর প্রকাশ করে নয়াদিল্লী।

চিঠিতে ইমরান লিখেছেন, ‘ভারত-পাক সম্পর্ক যে জটিল, তা অস্বীকার করার উপায় নেই। জম্মু-কাশ্মীর-সহ দু’দেশের অনেক বিষয় নিয়ে সংঘাত রয়েছে। সেগুলি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সেতুবন্ধন করে আমরা নিজ নিজ দেশের জনগণ তথা ভবিষ্যৎ প্রজন্মকে উৎসর্গ করতে পারি।

ইমরান আরও লিখেছেন, ‘দু’দেশের মানুষই শান্তি চায়। সেই শান্তি প্রতিষ্ঠায় নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভার আগেই পাক পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে ভারতের প্রররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের আলাদা বৈঠক হোক। তাঁরাই সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন।’

এ বিষয়ে ইতিবাচক সাড়া জানিয়েছে ভারত। গত বৃহস্পতিবার নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভার ফাঁকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক রয়েছে। সেখানেই দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর আলাদা বৈঠক হবে বলে জানিয়েছে নয়া দিল্লি।

ইসলামাবাদে সার্ক সম্মলেনের সময় মোদিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে ইমরান লিখেছেন, এই সম্মেলনেই থমকে থাকা দ্বিপাক্ষিক আলোচনা ফের শুরু করা যেতে পারে।

নতুন পাক সরকারকে ভারতের পক্ষ থেকে কয়েকবার জানানো হয়েছে, ‘সন্ত্রাস এবং আলোচনা এক সঙ্গে চলতে পারে না।’এখনও একই অবস্থানেই অনড় নয়া দিল্লি।


বাংলা ইনসাইডার/জেডআই 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭