ইনসাইড বাংলাদেশ

‘খালেদা জিয়ার বিচারে এত তাড়া কেন?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2018


Thumbnail

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ‘বিএনপি চেরাপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলা শেষ করার এত তাড়া কেন? আমরা বুঝতে পারছি, খালেদা জিয়ার মামলা দ্রুত শেষ করে সরকার তাকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। কিন্তু বিচার বিভাগের কেন এত তাড়া?’  

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়াপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘বিচার বিভাগের দায়িত্বে যারা আছেন, তাদেরকে বলতে চাই, শুনানি বন্ধ করে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিশেষায়িত কোনো হাসপাতালে তার সুচিকিৎসার ব্যবস্থা করুন।’

বিএনপি মহাসচিব এসময় আরও বলেন, ‘ফৌজদারি মামলায় যার বিরুদ্ধে অভিযোগ আনিত হয়, তার উপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালনা করা আইনসম্মত। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি চলবে বলে আদালত যে আদেশ দিয়েছে তা ন্যায়বিচার ও মৌলিক অধিকারের পরিপন্থী।’  

উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি নেতৃবৃন্দ।


বাংলা ইনসাইডার/আরকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭